দীর্ঘদিন ধরেই সড়ক-মহাসড়কে বিভিন্ন জায়গায় নানা অযুহাতে চাঁদা বা সার্ভিস চার্জ তোলা হয় সারা দেশে। এতে পরিবহন ব্যয় বাড়ায় এনিয়ে পরিবহন মালিক-শ্রমিকসহ ভুক্তভোগী সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। কিন্তু সেই চাঁদা বা সার্ভিস চার্জ আর তুলতে দেবে না সরকার। সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্সের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার কথা সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সভা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত টার্মিনাল বা জায়গা ছাড়া রাস্তায় কোনো রকমের চাঁদা বা সার্ভিস চার্জ তুলতে দেওয়া যাবে না। এটা আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) কে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি অ্যাকশনে থাকবেন। পৌরসভাসহ বিভিন্ন ধরনের করও আদায় প্রসঙ্গে মন্ত্রী কামাল জানান, স্ট্যান্ড বা টার্মিনাল ছাড়া যত্রতত্র থেকে যেন এগুলো তোলা না হয়- সে ব্যবস্থা করতে বলা হয়েছে।
পরিবহন শ্রমিকদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, আগামী দুই মাসের মধ্যে পরিবহণ শ্রমিকদেরকে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পরে নিয়োগপত্র আছে কিনা, রাস্তায় সেটা চেক করা হবে। নিয়োগপত্র ছাড়া কোনো ড্রাইভার গাড়িতে উঠতে পারবে না। তাই এ দুই মাসের মধ্যে কখন কীভাবে শুরু করবেন- এটা বসে ঠিক করবেন মালিক ও শ্রমিকরা । সভায় ড্রাইভিং লাইসেন্স ও পরিবহন শ্রমিকদের ডোপ টেস্ট বিষয়ে আলোচনা হয়েছে। বিআরটিসি কমিটির সিটিং নিয়মিত করতেও বলা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা আনতে ১১১টি প্রস্তাব বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমকে