তুরস্কের নতুন ড্রোন আকিনচি

০২ সেপ্টেম্বর ২০২১

তুরস্কের নতুন চালকহীন সাঁজোয়া আকাশ যান আকিনচি। বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে এই ধরনের উন্নত ড্রোন রয়েছে।

তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এরদোগান জানান, তুরস্ক প্রতিরক্ষা শিল্পের বহু পণ্য উদ্ভাবনকারী দেশে পরিণত হয়েছে। ট্যাংক থেকে কামান, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, বোমা থেকে রাইফেল তুরস্ক উৎপাদন করছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আশা করি  এই ক্ষেত্রের শীর্ষ দেশে পরিণত হবে তুরস্ক।


মন্তব্য
জেলার খবর