বড় উত্থান সূচকে

০২ সেপ্টেম্বর ২০২১

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ‘র তিন সূচকের সবগুলোতেই বড় ধরনের উত্থান হয়েছে, সৃষ্টি হয়েছে রেকর্ড। বেড়েছে লেনদেন ও বাজার মূলধনের অঙ্ক, সঙ্গে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর। লেনদেন হয় মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৯টির আর বাকি ৩২টি অপরিবর্তিত ছিল।

তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৪৭ দশমিক ১৪ পয়েন্ট  বেড়ে ছয় হাজার ৯১৬ দশমিক ৩৮ পয়েন্টে, ডিএসইএস পাঁচ দশমিক ৩৭ পয়েন্ট  বেড়ে এক হাজার ৪৯৫ দশমিক ৬৭ পয়েন্টে ও ২০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৭৪ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান নেয় ডিএস৩০।বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৯৯ কোটি টাকায়, বেড়েছে দুই হাজার ১২৭ কোটি টাকা।

আগের কার্যদিবসে চেয়ে লেনদেন বেড়েছে ১১৭ কোটি দুই লাখ টাকা,লেনদেন হয় দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিনে লেনদন হয় দুই হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা।শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।

লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও  দর বৃদ্ধিতে  রংপুর ফাউন্ড্রি লিমিটেড শীর্ষে উঠে আসে। বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির লেনদেন হয় ১৫০ কোটি আট লাখ টাকার শেয়ার  আর রংপুর ফাউন্ড্রি লিমিটেডের বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৯ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর