ভবনটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

০২ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া উত্তর পাড়ায় সদ্য নির্মিত ভবন নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি- ভবনটি রাস্তার অন্তত তিন ফুট জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলে তাদের সমস্যা হচ্ছে। তাই প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন তারা । তবে ভবনটির মালিক মামুন মোল্লা রাস্তা দখলের বিষয়টি অস্বীকার করেছেন।এদিকে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল।

জানা যায়, ওই পাড়ার মসজিদের পাশ দিয়ে যাওয়া মেঠো রাস্তাটিতে আশপাশের অন্তত ত্রিশটি পরিবারের মানুষ যাতায়াত করেন। কিছুদিন আগে মামুন মোল্লা  যখন দ্বিতল ভবনটি নির্মাণ করেন. তখন আপত্তিও জানিয়েছিলেন এলাকারবাসী। তারপরও ভবনটি নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ এরাদ আলী শেখ বলেন, রাস্তাটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।  রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই, বাজারে যাই, শুকনোর সময় ভ্যানে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে, তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। গোলাম রাব্বানি, মোঃ জুয়েল মোল্লা, মিনা ইয়াছিন, ইব্রাহিম খানসহ আরো কয়েকজন বলেন, এ রাস্তাটি যে কত গুরুত্বপূর্ণ সেটা যারা এখানে বসবাস করে, তারাই জানে। আমরা রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারণ চাই।

ভবনের মালিক মোঃ মামুন মোল্লা বলেন, আমি কোন সরকারি জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন, আমি মেনে নিব। মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে সেখানে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।তিনি জানান, সরকারি জমি দখল করে কেউ ভবন নির্মাণ করবে এটা হতে পারে না। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

নূরুজ্জামান শেখ/এমকে 

 


মন্তব্য
জেলার খবর