সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

১৪ ফেব্রুয়ারী ২০২২

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। তিন সূচকের সবগুলোর উত্থান ঘটেছে। আর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন- পরিমাণে ২১ কোটি ৩১ লাখ টাকা। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার দর ও সূচকের ক্ষেত্রে প্রায় একই ধরণের চিত্র দেখা গেলেও লেনদেনের চিত্র ছিল ওল্টো, সেখানে লেনদেন কমেছে ।

ডিএসইর দিকে তাকালে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯৬টির, বেড়েছে ১৪২টির এবং বাকি ৪১টির  অপরিবর্তিত ছিল। সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ৩ দশমিক ৫৭, ডিএসইএস ৫ দশমিক ৩৬ ও ডিএস-৩০ ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন শেষে ডিএসইএক্স সাত হাজার ৮৯ দশমিক ৫২, ডিএসইএস এক হাজার ৫২২ দশমিক ৯৮ ও ডিএস-৩০ দুই হাজার ৬০৫ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকা।  রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।

অন্যদিকে সিএসইর লেনদেনের দিকে তাকালে দেখা যায়, ৩১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫২টির এবং ৭৪টির অপরিবর্তিত ছিল। প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭৩ দশমিক ৯৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৭৫ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন হয় ৫৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬৩ কোটি ৫২ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর