মন্তব্য
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনটি স্বাস্থ্যসেবা নিতে নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই আইন চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করার আইনটির নিন্দা জানিয়ে এসব মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, নতুন আইনে বলা হয়েছে, ছয় সপ্তাহের বেশি বয়সী ভ্রুণের গর্ভপাত ঘটালে ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে পারবে যেকেউ। ডাক্তার এবং নারী অধিকার গোষ্ঠীগুলিও এই আইনের তীব্র সমালোচনা করছে।
বিবিসি ও দ্য গার্ডিয়ান