ভিক্টর ব্যানার্জির করোনা শনাক্ত

১৪ ফেব্রুয়ারী ২০২২

ফের টলিউডে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর ব্যানার্জি। নিজের কলকাতার বাড়িতেই বর্তমানে আইসোলেশনে রয়েছেণ ৭৫ বছরের এই অভিনেতা।

 

মুসৌরিতে থাকেন ভিক্টর ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। সেই কারণেই কলকাতায় আসেন। কিন্তু বর্ষীয়ান অভিনেতা অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানান। এর আগেও দুইবার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু ভারতের কোভিড পরিস্থিতির কারণে দুইবারই অনুষ্ঠান পিছিয়ে যায়।

 

সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ছবির মাধ্যমে সিনেমার দর্শকদের নজর কাড়েন ভিক্টর ব্যানার্জি। এরপর ‘দুই পৃথিবী’, ‘ঘরে বাইরে’, ‘আক্রোশ’, ‘লাঠি’ এর মতো ছবিতে অভিনয় করেন। একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ডেভিড লিন পরিচালিত ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। অভিনেতার করোনা আক্রান্তের খবরে চিন্তিত অনুরাগীরা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্যো কামনা করেছেন।


মন্তব্য
জেলার খবর