সূচকে রেকর্ড ও লেনদেনের উত্থান

০৩ সেপ্টেম্বর ২০২১

তিন সূচকের সবগুলোতেই রেকর্ড পরিমাণ পয়েন্ট বেড়েছে। শেয়ারের দর বৃদ্ধির সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।আর বেড়েছে বাজার মূলধন।লেনদেন হয় মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট।এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩১টির। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিস্থিতি ছিল এমনই।

তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক ৬৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৮১ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে, ডিএসইএস সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট  বেড়ে এক হাজার ৫০৮ দশমিক ৬৬ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ২২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৯৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকায়,  বৃদ্ধি পায় তিন হাজার ৬১৫ কোটি টাকা। আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৯৩ লাখ টাকা বেড়ে লেনদেন হয় দুই হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এর পরিমাণ ছিল দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনে উত্থানের চিত্র ছিল। লেনদেনে টাকার অঙ্কে  বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড শীর্ষে ওঠে আসে। বেক্সিমকোর কোম্পানিটির  লেনদেন হয় ১৫৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার আর সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর