চলতি সেপ্টেম্বর মাসের তিন দিনে ৮৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের ডেঙ্গু শনাক্ত হয়েছে।একই সময়ে মারা গেছেন চার জন ডেঙ্গু রোগী। শুক্রবার এ পরিসংখ্যানটা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কন্ট্রোল রুম বলছে, আক্রান্ত ২৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার হাসপাতালে ২৩৩ জন, আর বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়, বর্তমানে ১ হাজার ২৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ১২০ জন, বাকি ১৩৭ জন ঢাকার বাইরে।চলতি বছরে ১১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯২৭ জন। মারা গেছেন ৪৯ ডেঙ্গু রোগী।সবচেয়ে বেশি মারা গেছেন আগস্টে-৩৩ জন, সেপ্টেম্বরের বাইরে বাকিরা মারা গেছেন জুলাইয়ে- ১২ জন।
এমকে