রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি টাইগাররাই হাসল

০৪ সেপ্টেম্বর ২০২১

আজকের উইকেটটা অন্য দিনের মতো ছিল না। রান পেয়েছে দু’দলই। টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভার অবদি খেলে ১৩৭ রান সংগ্রহ করে কিউইরা। ফলে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এ জয়ের সুবাদে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা।

 

শুরুটা ভালোই বাংলাদেশের দুই ওপেনার ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস। দশম ওভারে রবীন্দর অফ স্টাম্পের বাইরের বল অফে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। ২৯ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৩ রান করেন লিটন দাস। ভাঙে এ জুটি। তারা ৫৭ বলে ৫৯ রান করেন।

  

ওপেনিং জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পর পর ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রবীন্দ্র মোট তিনটি উইকেট শিকার হন। 

 

নাঈম ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১৪১ রানে থামে বাংলাদেশ। ইনিংস শেষে ৩৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কের সঙ্গে ১৩ রান করেন নুরুল হাসান সোহান।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৬ (লিটন ৩৩, নাঈম ৩৯, মুশফিক ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৩৭, আফিফ ৩, সোহান ১৩; রবীন্দ্র ৪-০-২২-৩, ম্যাকনকি ৪-০-২৪-১, বিন ১-০-১১-২, বেনেট ৪-০-৩২-১, অ্যাজাজ প্যাটেল ৪-০-২০-১, ব্রেসওয়েল ৩-০-৩০-০)।

 

নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৩৭/৫(ব্লান্ডেল ৬, রবীন্দ্র ১০, ডি গ্র্যান্ডহোম ৮, নিকোলস ৬, ল্যাথাম ৬৫, ইয়ং ২২, ম্যাকনকি ১৫ ; সাকিব ৪-০-২৯-২, মেহেদী ৪-০-১২-২, সাইফউদ্দিন ৪-০-৩৬-০, মুস্তাফিজ ৪-০৩৪-০, নাসুম ৩-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৭-০)।

 

ফল : ৪ রানে জয়ী বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর