মৌলভিত্তির শেয়ারে বাড়ছে আগ্রহ

০৪ সেপ্টেম্বর ২০২১

শেয়ার বাজারের সূচকের বড় উত্থানের সঙ্গে বাড়ছে ভালো মৌলভিত্তির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ। খুচরা পর্যায়ের বিনিয়োগে প্রতিদিনই যুক্ত হচ্ছেন সাধারণ ও ছোট বিনিয়োগকারীরা। চাঙা বাজারে বেশ সক্রিয় রয়েছেন বড় বিনিয়োগকারীরাও। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেশকিছু উদ্যোগে এ বাজার আগের চেয়ে অনেক বেশি চাঙা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্যমান পরিস্থিতিতে বাজারে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বরোপ করেছেন  বাজার সংশ্লিষ্টরা।

তথ্যানুযায়ী, বেশ কয়েকদিন ধরে প্রায় ধারাবাহিকভাবেই  সূচকের বড় ধরনের উত্থান হচ্ছে, সৃষ্টি হচ্ছে রেকর্ডও। বৃহস্পতিবারও রেকর্ড সৃষ্টি হয়েছে, দিন শেষে ৭ হাজার পয়েন্টের মাইলফলকে পৌঁছাতে মাত্র ১৯ পয়েন্ট দূরে রয়েছে ডিএসইএক্স। ডিএসইএক্সর পয়েন্ট বেড়েছে ৬৫,  অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। বড় মূলধন ও ভালো মৌলভিত্তির শেয়ার লেনদেনের শীর্ষে ওঠায়  সূচকের এ উত্থান। সূচকের সঙ্গে রেকর্ড হয়েছে বাজার মুলধনেরও- বেড়েছে ৩ হাজার ৬১৭ কোটি টাকা, দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭১৬ কোটি টাকায়।

বিশ্লেষকরা মনে করছেন,  এ ধরণের সূচক বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।  বিনিয়োগের সিদ্ধান্তকেও প্রভাবিত করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রকিবুর রহমান গণমাধ্যমক জানিয়েছেন, ‘সবাই এখন নতুন উচ্চতায় ওঠা এ শেয়ার বাজার নিয়ে আশাবাদী।’

তথ্য বিশ্লেষণে দেখা যায়,  গত পাঁচ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে  মোট ২৯ হাজার কোটি টাকার বেশি। গত সপ্তাহে  বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকায়। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৭টির,  কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে বাকি ১৭টির । ডিএসইএক্স ১২৯ দশমিক ৭৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৩ দশমিক ৪১ পয়েন্ট ও শরিয়াহ্ সূচক ২১ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এমকে

 


মন্তব্য
জেলার খবর