বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম কাটা পড়েছে ১০ হাজার

০৪ সেপ্টেম্বর ২০২১

২০০২-২০১০ সালের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকা থেকে ১০ হাজার জনের ‘মুক্তিযোদ্ধা’ সনদ বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই করে এ সংক্রান্ত বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে তাদের। চলমান একাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর উত্থাপিত হয় টেবিলে । প্রশ্নটি করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (শাওন)।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তি ও তালিকায় নাম থাকা অভিযুক্তদের সনদ বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এখন ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান,সব বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট আইডি কার্ড দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। ডিজিটাল সনদ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হবে।  বীর মুক্তিযোদ্ধাদের দেয়া সাময়িক সনদের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।   বীর মুক্তিযোদ্ধার সনদ সংক্রান্ত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এমকে


মন্তব্য
জেলার খবর