গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬১ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৮২। সুস্থ হয়েছেন তিন হাজার ৪২১ জন করোনা রোগী। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার তিনজন। নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি। শনাক্তের হার ১৬ দশমিক ৭৩।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৫৪টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭৫০টি। মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ৩১ জন। বিভাগের মধ্যে ঢাকার ৩২ জন, চট্টগ্রামের ১৩ জন, রাজশাহীর চার জন, খুলনার ছয় জন, বরিশাল ও রংপুরের দুইজন করে এবং সিলেট ও ময়মনসিংহের একজন করে রয়েছেন। সরকারি হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতালে বাকি আট জন মারা গেছেন ।
এমকে