মন্তব্য
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা আগামী ১০ মার্চ শুরু হবে, পরীক্ষা চলবে ২২ মার্চ পর্যন্ত। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৫। রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আরআই