মন্তব্য
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে আরো কযেকদিন। দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি বিভাগে। বৃষ্টিপাতের সময় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিভাগ হিসেবে রংপুর, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট (কিছু কিছু জায়গায়) এবং ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনার (দুই-এক জায়গা) কথা বলা হয়েছে। মৌসুমি বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে- দেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে- ৪৪ মিলিমিটার। সামান্য বৃষ্টি রেকর্ড হয়েছে রাজশাহী ও রংপুরে।
এমকে