মন্তব্য
গত ২৪ ঘণ্টায় ২৬৫ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১ হাজার ৫০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ৫১ জন। শনিবার এ তথ্য পাওয়া গেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল থেকে।
কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ২৩২ জন ঢাকায় ও ৩৩ জন ঢাকার বাইরের হাসপাতালে আছেন। বর্তমানে ১ হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৩৭ জন, বাকি ১৩৬ জন ঢাকার বাইরে।চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৭৪ জন।
এমকে