টিকা হাতে পেলে গণটিকাদান কর্মসূচির বিষয়ে ভাবা হবে

০৪ সেপ্টেম্বর ২০২১

সাড়ে ১৬ কোটি করোনা প্রতিরোধী টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।এ টিকা হাতে পেলে পুনরায় গণটিকাদান কর্মসূচির বিষয়টি ভাবা হবে। শনিবার  সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানী ঢাকার ফার্মগেটে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের কম্প্রিহেন্সিভ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান- যদি সব কিছু ঠিক থাকে, তবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির  মধ্যে ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দেয়া সম্ভব হবে। গণটিকা কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা নেয়া ব্যক্তিদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষিত আছে। এ বিষয়ে এসএমএস পাওয়া মাত্রই দ্বিতীয় ডোজ পাবেন তারা।

সাড়ে ১৬ কোটি টিকা কেনা প্রসঙ্গে  স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে প্রতিমাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে ৬ কোটি ডোজ টিকা আসবে। বাকি ১০ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ভ্যাকসিন অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধার আওতায়ও কিছু টিকা আসবে।

শিক্ষার্থীদের টিকা দেয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ বছরের ঊর্ধ্বের বয়সীদের যে কোনো টিকাই দেয়া যাবে।  আর ১ ‘র নিচের বয়সীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ফাইজার বা মর্ডানার টিকা দেয়া হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর