‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। শনিবার পাসের আগে বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক । এ আইন কার্যকর হলে ১৯৭৬ সালের ‘অর্ডিনেন্স’ রহিত হবে। নতুন আইনে নির্বাচন কমিশনকে (ইসি) আইনের অধীনে থেকে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে।
গত ৩ জুলাই বিলটি সংসদে উত্থাপন করেছিলেন আইনমন্ত্রী। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন এবং বাংলায় আইন করতে বিলটি পাস হয়েছে। সামরিক সরকারের সময় জারি করা সব আইনের বৈধতা দেয়া হয় সংবিধানের পঞ্চম সংশোধনীতে।
নতুন আইনে আগের প্রচলিত আইনে থাকা ৮টি ধারার স্থলে ৯টি ধারা রয়েছে। নতুন ধারাটিতে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে।বিশেষ উল্লেখযোগ্য- বিদ্যমান আইনের ৮ নম্বর ধারার সঙ্গে যুক্ত করা উপধারায় বলা হয়েছে, ‘দৈব-দুর্বিপাকে বা অন্য কোনও কারণে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা না গেলে বিদ্যমান সীমানার আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ৭ ধারায় বলা হয়েছে, ‘ইসির সীমানা নির্ধারণের বিষয় নিয়ে দেশের কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।’
এমকে