‘তুই আমাকে আগলে রাখ’

০৫ সেপ্টেম্বর ২০২১

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ফ্যান পেজের তৈরি ভিডিও শেয়ার করে দিলেন তারকা সাংসদ নুসরাত জাহান।

‘নুসরাত জাহান ফ্যান ফরএভার’ নামের একটি ভক্ত গ্রুপের তৈরি ঐ ভিডিওতে তাদের সম্বোধন করা হয়েছে ‘যশরাত’ নামে। যেখানে যশ-নুসরাতের নানা সময়ের রোম্যান্টিক ফ্রেমবন্দি মুহূর্তের ভিডিও ক্লিপ স্থান পেয়েছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে- ‘তুই আমাকে আগলে রাখ… ঠিক এভাবে সঙ্গে থাক’।

ক্যাপশনে লেখা- ‘অনেক শুভেচ্ছা যশরাতকে, আমরা এখনও পর্যন্ত বেবিজানের কোনও ঝলক পাইনি, তাই এই ভিডিওটা তৈরি করেছি তোমাদের দু’জনকে শুভেচ্ছা জানাতে।’ 


মন্তব্য
জেলার খবর