জীবনের নতুন পথ বেছে নিয়েছি : অপূর্ব

০৫ সেপ্টেম্বর ২০২১

ছোট পর্দার বড় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান আমার স্ত্রী। তাকে নিয়েই আমার এই যাত্রা। আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।’ 

এই নায়ক বলেন, ‘আমার ও শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন। আমার ও আয়াশের মায়ের (নাজিয়া হাসান) আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে। যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে।

খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপও করেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবনের নতুন পথ বেছে নিয়েছি।’


মন্তব্য
জেলার খবর