আফগানিস্তানের পুনর্গঠন নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা

০৫ সেপ্টেম্বর ২০২১

তালেবান মুখপাত্র সুহাইল শাহিন টুইটার বার্তায় লিখেছেন, “ তালেবানের কাতার দফতরের উপপ্রধান শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই একটি প্রতিনিধিদল নিয়ে দোহায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

সাক্ষাতে আলোচনার বিষয়ের মধ্যে ছিল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন, মানবিক ত্রাণ তৎপরতা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক স্থাপন, আফগানিস্তানের পুনর্গঠন এবং দু’দেশের সীমান্তবর্তী জনগণের অবাধ যাতায়াতের সুযোগ সৃষ্টি করা।

পার্সটুডে


মন্তব্য
জেলার খবর