মন্তব্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরাইলের আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনি জনগণ যে বীরোচিত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাতে একদিন সাফল্য আসবেই।
তিনি বলেন, ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধারের একমাত্র উপায় সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। ইরান বিগত চার দশকের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনি জাতির স্বাধীকার আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে যাবে।
তিনি আরো বলেন, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে গোটা ফিলিস্তিনি ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্যাতিত এই জাতির প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।
পার্সটুডে