বেড়েছে মৃত্যু ও শনাক্ত

০৫ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগীর শনাক্ত ও মৃত্যু- উভয় সংখ্যাই বেড়েছে।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭০ জন, শনাক্ত হয়েছে দুই হাজার ৪৩০ জন। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৭৯ ও এক হাজার ৭৪৩ জন।শনিবার ও রোববারের স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৫৬৩ জন।সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি।শনাক্তের হার ১৬ দশমিক ৭১।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০ জন।নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৮১৯টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১৬৩টি।শনাক্তের হার ৯ দশমিক ৬৬। মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ৩০ জন। বিভাগের মধ্যে ঢাকার ৩১ জন, চট্টগ্রামের ২০ জন, রাজশাহী ও খুলনার তিন জন করে, বরিশালের দুই জন, সিলেটের ছয় জন, রংপুরের চার জন ও ময়মনসিংহের একজন।সরকারি হাসপাতালে ৫০ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন ও বাড়িতে দুই জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর