১২৯ টাকার নিচে পাওয়া যাবে না সয়াবিন

০৫ সেপ্টেম্বর ২০২১

এখন থেকে দেশের খুচরা বাজারে  প্রতিলিটার খোলা সয়াবিন  ১২৯ টাকা ও এক লিটারের বোতলজাত সয়াবিন ১৫৩ টাকা দরে বিক্রি হবে। খোলা পাম সুপারের ক্ষেত্রে  এ দর ১১৬ টাকা।  আর ৭২৮ টাকা দরে বিক্রি হবে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন। রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন  আলোচনা করে এ দাম পুনর্নির্ধারণ করে দিয়েছে। ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাপরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ সাহা  জানান, গত মে মাসে খোলা সয়াবিনের দাম প্রতিলিটার  ১২৯ টাকা নির্ধারণ করা হয়।পর্ববর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ও সাধারণ মানুষের কথা বিবেচনায় ৪ টাকা কমানো হয়। আগের হিসাবে খোলা সয়াবিনের দাম বাড়ানো হয়নি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর