বন্ধ ঘোষণার দেড় বছরের মাথায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে- খুলছে ১২ সেপ্টেম্বর। তবে ক্লাসের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রাখা হয়েছে। বলা হয়েছে- ২০২১-২২ সালের এসএসসি, এইচএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের (পঞ্চম শ্রেণীর) ক্লাস প্রতিদিন চলবে। বাকি শ্রেণীর ক্লাস হবে সপ্তাহের একদিন।
রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
করোনার সংক্রমণ রোধকল্পে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো ছুটির মেয়াদ এখনো বহাল রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে স্কুলে প্রবেশ করাতে হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের মাস্ক পরতে হবে, মাস্ক পরা ছাড়া শ্রেণিকক্ষে প্রবেশ করা যাবে না। খোলার দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। ক্লাসের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। খেলাধুলা চলবে।আপাতত অ্যাসেম্বলি হবে না।
বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমূখ।
এমকে