সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে

০৫ সেপ্টেম্বর ২০২১

বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উদার পররাষ্ট্রনীতি এবং যুদ্ধ নয়, শান্তির পক্ষে  আমাদের (বাংলাদেশ) অবস্থান। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না।  তবে বাইরের কেউ আমক্রণ করলে দেশকে রক্ষায় সব রকম প্রস্তুতি আমাদের  থাকতে হবে।

রোববার নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ (প্রথম পর্ব) ২০২১ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসের নৌবাহিনী এবং বিমান বাহিনী সদর দফতরে এ অনুষ্ঠান হয়।

সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেন,  যুদ্ধ ধ্বংস ডেকে আনে, আমরা ধ্বংসের পথে যেতে চাই না। তবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার  প্রস্তুতিও আমাদের থাকতে হবে। এসময় দক্ষদের পদোন্নতি দিতে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ সদস্যদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে তার সরকারের নেয়া  বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর