সূচক ও বাজার মূলধনে রেকর্ড

০৬ সেপ্টেম্বর ২০২১

রোববার তিন সূচকের সবগুলোর সঙ্গে বাজার মূলধনের রেকর্ড হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেড়েছে লেনদেনের পরিমাণ- ৩৯৪ কোটি সাত লাখ টাকা। দর বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর  বেড়েছে ২০৮টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৭টির ।

তথ্যানুযায়ী তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৭১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে সাত হাজার ৫২ দশমিক ৮২ পয়েন্টে,ডিএসইএস ১৯ দশমিক ৯৮ পয়েন্ট  বেড়ে এক হাজার ৫২৮ দশমিক ৬৫ পয়েন্টে ও ৩৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৩৩ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০।মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৬৯ হাজার ২৮৪ কোটি টাকায়, বৃদ্ধি পায় পাঁচ হাজার ৫৬৮ কোটি টাকা। লেনদেন হয় দুই হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনে।

লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে এডিএন টেলিকম লিমিটেড শীর্ষে উঠে আসে। বেক্সিমকোর কোম্পানিটির লেনদেন হয় ১৮৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার । এডিএন টেলিকম লিমিটেড দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।


মন্তব্য
জেলার খবর