খুন্তির ছ্যাঁকা দিয়ে শিশু মনিকে আটকে রেখেছিল সৎমা!

০৬ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : অপরাধ সতীনের সন্তান, তাই বয়স তিনের শাহীন মনিকে 'দেখতে' পারেন না তার সৎমা নিগার সুলতানা বৃষ্টি। ঘটনার দিন কোনো কারণ ছাড়াই ওই অপরাধে মনিরের পুরো শরীরে খুন্তির দিয়ে ছ্যাঁকা দেন বৃষ্টি। নির্যাতন শেষে ভুক্তভোগীদের আটকে রাখেন বাড়ির একটি রুমে। পরের দিন সন্ধ্যায় বাড়ি বাইরে আসলে জানাজানি হয় ঘটনা। স্থানীয় কাউন্সিলের মাধ্যমে খবর পায় পুলিশ, আটক করা হয় বৃষ্টিকে। আর হাসপাতালে ভর্তি করা হয় মনিকে। ঘটনাটি ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আবদুর রহমান টেন্ডলের বাড়ির। নির্যাতনের ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। এলাকাবাসী সূত্রে ও মিলেছে এ তথ্য।

শাহীন মনির বাবার নাম আব্দুল করিম। এ ঘটনায় তার বাবা রোববার রাতে থানায় মামলা করলে আটক বৃষ্টিকে সেই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানা, শাহীন মনিকে একটি রুমে তালাবদ্ধ করে বেঁধে রাখা হয়েছিল, যাতে স্থানীয়রা জানতে না পারেন। শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানান। তারা আরো জানান, শাহীন মনিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

কাউন্সিলর রফিকুল আলম বলেন, আমি খবর পেয়ে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে। শিশুটির চিকিৎসার ব্যয়ভার নিজে বহন করছেন বলে জানালেন তিনি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে শিশুটির সৎমাকে আটক করে। থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শাহীন মনির বাবা আব্দুল করিম বলেন, মনির মা সংসার ছেড়ে চলে যায়। মাঝে একবার আসলেও টাকা পয়সা নিয়ে আবারো চলে গেলে আর ফেরিনি। পরবর্তীতে নিগার সুলতানাকে বিয়ে করি। কিন্তু সে আমার মেয়ের ওপর এভাবে অত্যাচার করবে ভাবিনি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর