পরিত্যক্ত ভবনে কান্নার শব্দ, পুলিশ পেল কঙ্কালসার নারী

০৬ সেপ্টেম্বর ২০২১

শেরপুর প্রতিনিধি:

৩/৪ দিন ধরে পরিত্যক্ত ভবনটির ভেতর থেকে কান্নার মতো শব্দ শুনতে পেতেন স্থানীয়রা, এ শব্দ ভেসে আসাকে ঘিরে সৃষ্টি হয় রহস্য। আর এ রহস্য উদঘাটনে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ গিয়ে কঙ্কালসার এক নারীকে পায় সেখানে। ঘটনাটি শেরপুর জেলার নকলা পৌর শহরের জোড়াব্রীজ পাড় এলাকার। রোববার রাত ১০টার দিকে পারভীন নামের ওই নারীকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,দ্বিতল ভবনের দুই তলার একটি কক্ষে ছিলেন তিনি । পুলিশ স্থানীয় কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে উদ্ধার করে। এরপর তাকে নকলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা ও খাবার গ্রহণের পর কিছুটা সুস্থ্য হয়ে ওঠেছেন তিনি। তবে নিজের নাম ছাড়া আর কোনো তথ্য দিতে পারেননি। ভবনটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ধারণা করছি দীর্ঘসময় অনাহারে থাকায় এমন হতে পারে। তার শরীরে বড় ধরনের কোন সমস্যা দেখা যায়নি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠবেন তিনি।

তারিকুল ইসলাম/এমকে


মন্তব্য
জেলার খবর