শিল্পাকে আদালতে তলব

১৪ ফেব্রুয়ারী ২০২২

আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড সুপার স্টার শিল্পা শেঠিকে তলব করেছে আন্ধেরি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সময়মতো ঋণ পরিশোধ করেননি। তার সাথে তার বোন শমিতা ও মাকেও তলব করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পারহাদ আমরা নামে এক ব্যবসায়ী এই মর্মে জুহু থানায় অভিযোগটি দায়ের করেছেন।

 

তার অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা তার কাছ থেকে ২১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেবেন তিনি। তবে সে টাকা ওই ব্যবসায়ী এখনো ফেরত পাননি।

 

বর্তমানে শিল্পার বাবা প্রয়াত। বলিউড অভিনেত্রী, তার বোন শমিতা এবং মা সুনন্দা ওই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন বলেই দাবি ব্যবসায়ীর। সে কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

 

উল্লেখ্য, পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা জড়িয়ে পড়ায় গত বছর শিল্পা শেঠির জীবনে তুমুল ঝড় উঠেছিল। যেভাবে গোটা দুনিয়া শিল্পা ও রাজ কুন্দ্রার সম্পর্ক, পর্নোকাণ্ডে যোগ নিয়ে নানা কুমন্তব্য করা শুরু করেছিলেন, তাতে শিল্পার সংসার প্রায় ভেঙেই যাচ্ছিল। শিল্পা সবাইকে অনুরোধ করেছিলেন তার ব্যক্তিগত জীবনকে কাটাছেঁড়া না করতে। তবে সেই ঝড় এখন অনেকটাই থেমেছে। জেল থেকে ঘরে ফিরেছেন রাজ কুন্দ্রাও।

 

সম্প্রতি শিল্পার নামে ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করেছেন স্বামী। স্কোয়ারফিট ইন্ডিয়া ডট কম নামের এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন।

 

জানা গেছে, শিল্পা শেঠির কাছে স্থানান্তরিত সম্পত্তির মোট এলাকা ৫,৯৯৬ বর্গফুট। ফের নতুন করে যখন সব গুছিয়ে নিতে শুরু করেছেন শিল্পা, ঠিক তখনই আবার নতুন বিতর্ক। আর তা নিয়ে শোরগোল শুরু বলিপাড়ায়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর