তিস্তার ভাঙন ঠেকানোর দাবিতে মানবন্ধন

০৬ সেপ্টেম্বর ২০২১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

তিস্তা নদীর অব্যাহত ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন হয়েছে। সোমবার গতিয়াশাম এলাকায় তিস্তাপাড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে চলাকালে দেয়া বক্তব্যে সরকারের কাছে দ্রুত তিস্তার ভাঙন প্রতিরোধে মেগা প্রকল্প গ্রহণ-বাস্তবায়নসহ  ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান বক্তারা।বক্তব্য দেন- নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: তুহিন ওয়াদুদ, বিশিষ্ট সাংবাদিক সফি খান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম কানু, প্রেসক্লাব রাজারহাপের সভাপতি এসএ বাবলু, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহুবর রহমান, স্থানীয় বাসিন্দা ওয়াজেদ আলী সরকার প্রমূখ।  মানববন্ধনে কয়েকশ’ মানুষ অংশ নেন।

প্রসঙ্গত,তিন সপ্তাহের ব্যবধানে তিস্তার প্রবল ভাঙনে গতিয়াশাম এলাকার বেশিরভাগ  বসতবাড়ি, পাকা রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-ব্যবসা প্রতিষ্ঠান তিস্তার গর্ভে চলে গেছে। ভাঙন আতংকে রয়েছে পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার পরিবার। নির্ঘুম রাত কাটছে তাদের। 

এ.এস.লিমন/এমকে

 


মন্তব্য
জেলার খবর