বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর ২০২১

দেশের বিভিন্ন জায়গায় উচ্চতা  বেড়েছে বন্যায় পানির। ইতোমধ্যেই বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বলেছেন, বন্যা মোকাবিলায় যা প্রয়োজন তা যেন আগে থেকেই প্রস্তুত রাখা হয়। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায়  এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।বৈঠক শেষে সচিবালয়ে  সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ সচিব। তার আগে  সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গণভবন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

আশ্রয়কেন্দ্র প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান,  ‘যদি প্রয়োজন হয় বন্যা-প্লাবন এলাকাগুলোতে স্কুল-কলেজ যেন ব্যবহার করা যায়, সে জন্য শিক্ষামন্ত্রী গতকালই (রোববার) নির্দেশনা দিয়ে দিয়েছেন।’ কৃষি আবাদ প্রসঙ্গে বলেন, বন্যায় আমন আবাদে  যথাযথ প্রস্তুতি রয়েছে কৃষি মন্ত্রণালয়ের, অসুবিধা হওয়ার কথা নয়। বন্যায় আমন চাষে কোনো অসুবিধা হলে কৃষিমন্ত্রীকে ‘টি-আমন জালা’ প্রস্তুত রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। ৬০ লাখ হেক্টর লক্ষমাত্রার বিপরীতে ৫৭ লাখ একর জমিতে ইতোমধ্যে   আমন চাষ হয়েছে বলে সভায় জানান কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

এমকে


মন্তব্য
জেলার খবর