সরকার করোনাকালে দুই দফায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও নানা জটিলতায় তার সুফল পায়নি বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এনিয়ে কিছুটা হলেও হতাশা সৃষ্টি হয় তাদের মাঝে। উদ্ভূত পরিস্থিতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি করে দেয়া হয়েছে, এখন থেকে ৫-৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে পারবেন তারা। এ জন্য এসএমই ফাউন্ডেশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে সোমবার । এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূলধন সংগ্রহ ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিকুরিটিস অ্যান্ড এক্সেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিস) নীতিমালা-২০১৮ অনুসারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানী ঢাকার খিলক্ষেতে ডিএসই টাওয়ারে এ স্মারক সই হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া স্মারকে সই করেন। তারিক আমিন ভূঁইয়া বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনীতিতে এ খাতে ভারতে ৬০ শতাংশ, চীন ও জাপানে প্রায় ৭০ শতাংশ অবদান হলেও বাংলাদেশে অবদান মাত্র ২৫ শতাংশ। এ হার বাড়াতে উদ্যোক্তাদের সক্ষমতা তৈরিতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন।
এমকে