আওয়ামী লীগ, বিএনপি ও সাধারণ মানুষের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ও তার প্রভাব শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব দেন। সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপলক্ষ ছিল মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী।
আওয়ামী লীগের পক্ষ থেকে কারা থাকবেন, সেটা স্পষ্ট করলেও বিএনপি ও সাধারণ মানুষের পক্ষে কাউকে নির্দিষ্ট করেননি মি. চৌধুরী। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ রেহানা ও তার ছেলে, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরীকে এ সরকারে রাখার প্রস্তাব দেন।নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিক। আরো বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর প্রমূখ।
এমকে