গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫৬ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জনের।শনাক্তের হার ৯ দশমিক ৬৯। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৬৮৪ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৬৭।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২৭ হাজার ৪৬৬টি, পরীক্ষা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, নারী ৩৭ জন। বিভাগের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৫ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহের একজন।সরকারি হাসপাতালে ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাসায় একজন মারা গেছেন।বাকি একজনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায় ।
এমকে