স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ছাত্রদলের কর্মীরা, প্রতিবাদে বিক্ষোভ

০৭ সেপ্টেম্বর ২০২১

দীপক সরকার, বগুড়া:

বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে (আংশিক) ছাত্রদল কর্মীদের রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় জোড়গাছা বাজারে এ বিক্ষোভ মিছিল হয়। সুঘাট ইউনিয়নের নবঘোষিত এ কমিটিতে তাদেরকে উপজেলা আওয়ামী লীগের এক নেতার সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বিক্ষোভ মিছিল থেকে কমিটি থেকে তাদের বাদ দেয়ার দাবি জানান নেতারা।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ৮ সদস্যের একটি নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিতে ছাত্রদল কর্মী গুয়াগাছি গ্রামের মজনু মিয়ার ছেলে সেলিম রেজাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে এ কে রঞ্জু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। এ নিয়ে দলটিসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়।

এদিকে বিক্ষোভে প্রদর্শনকালে স্বেচ্ছাসেবক লীগের (সদ্য বিলুপ্ত) সভাপতি হাফিজুর রহমান হাদু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রঞ্জু তাদের বক্তব্যে বলেন, বর্তমান কমিটিকে না জানিয়ে উপজেলা কমিটির নেতারা বিএনপি সমর্থিত কর্মীদেরসহ ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে। এতে তারা বিচলিত। অনতিবিলম্বে বিতর্কিত সেলিম ও রঞ্জুকে কমিটি থেকে বাদ দিয়ে দলের পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব বলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন ওই ২ জনের ব্যাপারে সুপারিশ করেন।এজন্য তাদের কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়। পরে শুনতে পারলাম, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুর্বের কমিটির সঙ্গে আলোচনা করে বির্তর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন বলেন, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজের প্রতিষ্ঠানে চাকুরী করার কারণে তারা বিএনপির মিছিল করতো। পরে তারা চাকরী ছেড়ে দিয়ে এলাকায় এসে আমাদে সাথে মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর