ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে ‘চরম পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে জার্মানি। রোববার জার্মানির সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন জার্মানির চ্যান্সেলর। এতে তিনি স্পষ্ট করে দেবেন যে, ইউক্রেনের উপর যেকোনো আক্রমণের গুরুতর পরিণতি হবে। এ ব্যাপারে ইউরোপিয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার ঐক্যকে অবমূল্যায়ন করা উচিত নয়।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়ন করেছে রাশিয়া। যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া।
আরআই