বাগেরহাট প্রতিনিধি:
আট দিন হয়ে গেল খোঁজ নেই, তাই কিশোরী মেয়ে ও ভাগনিকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রাজমিস্ত্রি শাজাহান শেখের পরিবারের। নানা বাড়ি যাওয়ার কথা বলে ২৯ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয় মামাতো-ফুফাতো এ দুই বোন। এরপর আর তাদের হদিস না মেলায় পরিবারের পক্ষ থেকে ৩১ আগস্ট থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনাটি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের।
শাজাহান শেখের মেয়ের নাম আদূরী খাতুন, আর তার ভাগনি হলো- একই এলাকার কামাল মৃধার মেয়ে জান্নাতী আক্তার।জান্নাতীর মা মারা যাওয়ার পর থেকে সে মামা শাজাহান শেখের বাড়িতে বড় হচ্ছিল। শাজাহান শেখের বাড়ি সুন্দরঘোনা গ্রামেই।
শাজাহান শেখ বলেন, আমরা পরিচিত সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি তাদের। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল হক বলেন, আমরা কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
নূরুজ্জামান শেখ/এমকে