বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বেকারী ও মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী জরিমানার এ আদেশ দেন।
প্রতিষ্ঠান দুটি হলো- স্থানীয় বাসিন্দা মালিক রমেশ সাহার মালিকানার সুমন বেকারী ও জয়দেব ঘোষের সাতক্ষিরা ঘোষ ডেয়ারী। বেকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৭০ হাজার টাকা আর মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রিফাত নূর মৌসুমী বলেন, করোনাকালীন স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় র্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নূরুজ্জামান শেখ/এমকে