এর আগে সবশেষ সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল চলতি মাসেই, ২ সেপ্টেম্বর-৩৩০ জন। এ সংখ্যাকে টপকায়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৩৪৩ জন। এ সংখ্যাটা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টার সংখ্যা নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছে ২ হাজার ৭৮ জন। আর চলতি বছরের এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে এসব জানা গেছে।
কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি আছেন। বর্তমানে ১ হাজার ২৮১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা এক হাজার ১৩৩ জন ও বাকি ১৪৮ জন ঢাকার বাইরে- অন্য বিভাগে আছেন। চলতি বছরের হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১০১ জন।
এমকে