বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে। দেশের ওপর মোটামুটি সক্রিয়ও রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে মঙ্গলবার এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র।
সুস্পষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দর এলাকায়। তাই সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর এবং নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে।
মৌসুমী বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, এর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত রয়েছে। এটি প্রবল অবস্থায় আছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়।একই ধরনের বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়।বৃষ্টিপাতের সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এমকে