পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে ইরান

১৪ ফেব্রুয়ারী ২০২২

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। সম্প্রতি এক টুইটার পোস্টে এ মন্তব্য করেন ইরানের শীর্ষ নিরাপত্তা এ কর্মকর্তা।

 

ওই টুইটার পোস্টে তিনি লিখেছেন, “যেসমস্ত কর্মকাণ্ড থেকে ইরান কখনই বিরত থাকবে না তাহলো- ইরানের ইসলামী সরকারের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানগুলোতে ইরানি জনগণের গৌরবময় উপস্থিতি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা। পাশাপাশি ইরানের আঞ্চলিক নিরাপত্তা-প্রতিষ্ঠার নীতি থেকেও তেহরান কখনো বিরত হবে না।”

 

যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও তেহরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা চলছে, ঠিক সে সময়ে আলী শামখানি এ কথা বললেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর