সূচকের উত্থান, কমেছে লেনদেন

০৮ সেপ্টেম্বর ২০২১

 

তিন সুচকের সবগুলোরই উত্থান ঘটেছে, তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। আর বেড়েছে বাজার মূলধন।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে   দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত ছিল বাকি ৩০টির । মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিস্থিতি ছিল এমনই।

সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৬৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে সাত হাজার ১৪০ দশমিক ৮৭ পয়েন্টে, ডিএসইএস ১৫ দশমিক ৭৭ পয়েন্ট  বেড়ে এক হাজার ৫৫১ দশমিক ৮১ পয়েন্টে ও  ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৮৩ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০।  বাজার মূলধন বৃদ্ধি পায় ৮ হাজার ১১৭ কোটি টাকা, দাঁড়ায় পাঁচ লাখ ৮০ হাজার কোটি টাকায়। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৫ কোটি ৩৫ লাখ টাকা, লেনদেন হয় দুই হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড আর দর বৃদ্ধিতে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড শীর্ষে ওঠে আসে । বেক্সিমকো কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৩২ কোটি ৩৪ লাখ টাকার আর সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর