মারপিটের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বাবা

০৮ সেপ্টেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

নিজের ছেলেকে মারপিটের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন লুৎফর রহমান (৭০) নামের এক বৃদ্ধ।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে  বগুড়ার শেরপুরে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি-জমা বিরোধের জের ধরে তার ছেলেকে মারপিট করা হচ্ছিল। লুৎফর রহমান রামেশ্বরপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে, শাহজাহানপুর উপজেলার নগর জে এম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার কেনা জমিতে  ঘটনার আগে  লুৎফর রহমানে ছেলে মশিউল আলম গাছ লাগাতে যায়। এ সময় তাকে বাঁশ দিয়ে মারধর  শুরু করে তাদের প্রতিপক্ষ মান্নান  ও মামুনসহ অন্যরা। ছেলের চিৎকারে লুৎফর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় মাটিতে।মশিউল আলম  একজন চিকিৎসক, কাহালু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত রয়েছেন তিনি।

সূত্র আরো জানান, লুৎফর রহমান এক বছর আগে বাঁশঝাড়সহ ৩ শতক পরিমাণের ওই জমি ক্রয় করেন। সেখানে আব্দুল মান্নান  ও মামুন ময়লা আবর্জনা ফেলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ১ মাস আগে এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়।পরে বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সাচ্চু বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসতালালে পঠানো হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর