সামনের কাভার্ডভ্যানে ধাক্কা, পেছনের কাভার্ডভ্যানের চালকসহ নিহত- ২

০৮ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্রগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের ঘুমন্ত চালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।বুধবার সকাল ৯টার দিকে ওয়াহেদপুর বড়কমলদহ ডাকঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-মাগুরা জেলার শালিকা থানার সীমাখালী গ্রামের মৃত সোহরাব বিশ্বাসের ছেলে  আতিয়ার বিশ্বাস (৫০) ও নীলফামারি জেলার ডিমলা থানার দক্ষিণ গাড়িবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬)। ধাক্কা দেয়া কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে থানার ওসি আমির ফারুক বলেন, ধাক্কা দেয়া কার্ভাড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে থাকা ২জন ঘটনাস্থলেই মারা যান। হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির টিএসআই শাহ মাহমুদুল করিম জানান,  গাড়িটি হেলপারই চালাচ্ছিল। গাড়িতে থাকা ব্যবসায়ী ও চালক ছিল ঘুমে। দূর্ঘটনার পর হেলপার পলাতক রয়েছে। গাড়িটি আটক করা হয়েছ। মরদেহ ২টি  চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 


মন্তব্য
জেলার খবর