এখনো ৭ নদীর ১২ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তারপরও উন্নতির পথে রয়েছে বন্যা কবলিত ৮ জেলার বন্যা পরিস্থিতি। প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করা এ উন্নতির কারণ। বুধবার এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পানি কমতে থাকার এ ধারা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে অব্যাহত থাকতে পারে এ আট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি। জেলা আটটি হচ্ছে- সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, এখনো পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৬১ থেকে কমে ৪৩, সুরেশ্বর পয়েন্টে ৬৪ থেকে কমে ৬০, ভাগ্যকুল পয়েন্টে ২৬ থেকে নেমে ১৩ ও মাওয়া পয়েন্টে ২২ থেকে নেমে ১২ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ৫৬ থেকে কমে ৪০ ও জাগির পয়েন্টে ২ থেকে বেড়ে ৫ সেন্টিমিটার, গড়াই নদীর কামারখালি পয়েন্টে ১০ থেকে কমে ৪, কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টে ৩২ থেকে কমে ২৬, লক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ পয়েন্টে ৮ থেকে কমে ৫, আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ৪৯ থেকে কমে ৩৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। অন্যদিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে ৩৬ থেকে ৪৪ এবং তুরাগ নদীর কালিয়াকৈর পয়েন্টে ২১ থেকে বেড়ে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে পানি।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সুনামগঞ্জ স্টেশনে- ১০২ মিলিমিটার। দেশের কাছাকাছি উজানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভারতের কৈলাশহর স্টেশনে, ৫৩ মিলিমিটার।
এমকে