এর আগে এমনটা হয়নি, এবারই প্রথম। তাই বাঁধ ভাঙা আনন্দের বন্যা ছড়িয়েছে বাংলার চারিদিকে। মুখে মুখে টাইগারদের প্রশংসা আর প্রশংসা। দীর্ঘদিনে অতৃপ্ত থেকে তৃপ্তির ঢেকুর ওঠলো তখন, যখন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জয় পেল বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৪-১ এগিয়ে গেল বাংলাদেশ। সেই সঙ্গে এ ফরমেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতলো টাইগাররা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর।
বুধবার এ ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই টাইগারদের থাবায় সব কটি উইকেট হারায় তারা। ১৯.৩ ওভারে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯৩। এ রানকে টার্গেট দিয়ে বল হাতে তুলে নেয় তারা। তাদের দলীয় সংগ্রহে সর্বোচ্চ ৪৬ রান করেন ইয়ং উইল।
সাইফুদ্দিনের বলে আজাদ প্যাটেল বোল্ড, উড়ে গেল মিডল স্ট্যাম্প। ছবি: ইএসপিএন
টার্গেট অর্জনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মুশফিক ফেরেন ০ রানে। এছাড়া লিটন ও সাকিব আল হাসান যথাক্রমে ৬ ও ৮ রানে আউট হন। দলের এমন পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। নাইমকে নিয়ে জয়ের লক্ষে এগোতে থাকেন এ জুটি। নাইম ৩৫ বলে ২৯ রান করে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। তার ইনিংসটি ১ চার ও ১ ছয়ের মারে সাজানো ছিল। নাইম আউট হলেও ক্রিজের একপ্রান্তে থিতু হয়েছিলেন মাহমুদুল্লাহ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। ৪৮ বলে ১ চার ও ২ ছয়ের মারে ৪৩ রান করেন তিনি। আফিফ করে ৬ রান।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৯.৩ ওভারে ৯৩/১০ (রবীন্দ্র ০, অ্যালান ১২, ল্যাথাম ২১, ইয়ং ৪৬, দি গ্র্যান্ডহোম ০, ব্লান্ডেল ৪, ম্যাকনকি ০, হেনরি ১, অ্যাজাজ ৪,টিকনার ২ ; মেহেদী ৪-০-২১-১, নাসুম ৪-২-১০-৪, সাইফউদ্দিন ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাকিব ৪-০-২৫-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)।
বাংলাদেশ : ১৯.১ ওভারে ৯৬/৪ (নাঈম ২৯, লিটন ৬, সাকিব ৮, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৪৩*, আফিফ ৬*; বেনেট ৩-০-১৭-০, ম্যাকনকি ৩.১-০-৩৪-১, রবীন্দ্র ৪-০-৮-০, দি গ্র্যান্ডহোম ৯-০-১৩-০, অ্যাজাজ ৪-০-৯-২, টিকনার ২-০-)।
ফল : ছয় উইকেটে বাংলাদেশ জয়ী।
সিরিজ : ৩-১ ব্যবধানে জিতল বাংলাদেশ।
আরআই/এমকে