চট্টগ্রাম প্রতিনিধি:
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চট্রগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
জামায়াত-শিবিরকে স্বাধীনতার দুশমন ও উগ্র সাম্পদায়িক জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। পেট্রল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে মানুষের পোড়া গন্ধ মানুষ হত্যার বীভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই অচিরেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য এমএ হালিম সিকদার মিঠু, ওসমান গনি বাপ্পি, কাজী মাহমুদুল হাসান রনি, আব্দুল আহাদ, সহ সম্পাদক শুভ ঘোষ, এম হাসান আলী, সদস্য মোশরাফুল হক চৌধুরী, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, মুহাইমিনুল ইসলাম রাহিম, ওয়াহিদুল আলম প্রমুখ। এ সময় নগরীর বিভিন্ন থানা ইউনিট ও কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।
দিলীপ কুমার তালুকদার/এমকে