অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে দেশ

০৮ সেপ্টেম্বর ২০২১

বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা কাটিয়ে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বলেছেন, করোনায় কিছুটা ক্ষতি হয়েছে, তারপরও দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত আছে।

বুধবার ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনের  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন  প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, দেশে ৩ কোটি হোল্ডিংয়ের মধ্যে ইতোমধ্যেই ১ কোটির ডাটা এন্ট্রি  শেষ হয়েছে, বাকি কাজও শেষ করার প্রক্রিয়া চলছে। ডাটা এন্ট্রি শেষ হলে সব কাজ সহজ হবে, সময় ও খরচ বাঁচবে। হয়রানি থেকে রক্ষা পাবেন মানুষ।

তার সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, চাষ উপযোগী ভূমি রক্ষায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এ অঞ্চলে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান হবে মানুষের, বাড়বে রফতানি আর মানুষের ক্রয় ক্ষমতা। এ সময় বিএনপির বিভিন্ন জনঅকল্যাণকর কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি তাদের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে তার আগের সরকারের সময়ে ভূমি খাত সংস্কারে কেন পদক্ষেপ নেয়া হয়নি, সে প্রশ্নও রাখেন।

এমকে


মন্তব্য
জেলার খবর