ফিলিস্তিনি চিকিৎসক সামাহ গাসসান আবু খুরি। তিনি হাভানা মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটি থেকে মেডিসিনে স্নাতক হয়েছেন। তাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে অসাধারণ কৃতিত্বপূর্ণ ফলাফল করার জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সম্মানের।
তিনি সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবিরে বড় হয়েছেন। ১৯৯৬ সালে শরণার্থী শিবিরেই জন্মগ্রহণ করেছেন তিনি। অধিকৃত ফিলিস্তিনের নাজারেথ এলাকা ত্যাগ করার পর থেকে তার দাদা ইয়ারমুকে বসবাস করছিলেন। তার মা লেবাননের আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে বেড়ে ওঠেন।
সামাহের জীবন কষ্টের, সংগ্রামের এবং সংকল্পের। তিনি বলেন, ‘আজ আমি একজন ডাক্তার। কিন্তু প্রথমে আমি একজন যোদ্ধা। কারণ আমি অনেক কষ্ট সহ্য করেছি। আমার পরিবার প্রথমে ফিলিস্তিন থেকে সিরিয়া এবং তারপর সিরিয়া থেকে লেবানন। এবং তারপর আমি কিউবা গিয়েছিলাম।
তিনি বলেন, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ২০১২ সালে সংঘাত ইয়ারমুক ক্যাম্পে পৌঁছায়। সেই সময়ে বাবা আমার পরিবারকে লেবাননে নিয়ে যান। আমাদের বলা হয়েছিল যে আমরা কয়েক দিনের মধ্যে ফিরে আসব, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। আসলে অনেক খারাপ। লেবানন থেকে সিরিয়ায় ফেরার কোনো আশা ছিল না।